মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম এর উদ্দ্যোগে
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোলিনী ইউনিয়নের,দূর্গাবাটি গ্রামে নদী ভেঙ্গে পানি বন্ধি ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাই দূর্গাবাটি ভাঙ্গন সংলগ্ন,গোপাল মোড়,পোড়াকাটলা দিপায়ন মাধ্যমিক বিদ্যালয় ও ভামিয়া মোড় সংলগ্ন স্থান সহ ৪টি স্থানে ১৫০ টি পরিবারের মাঝে সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম এর সদস্যরা- খাবার স্যালাইন,জ্বর ও মাথা ব্যাথা,এ্যালার্জি, ডায়রিয়া-আমাশয় ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করে এস,এস,এস টি।