অর্থনীতি
জয়নাল আবেদীন শিশির
চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের গ্রামীণ জনপদে কৃমি সংক্রমণে রক্তস্বল্পতা আর উদ্বেগজনক জনস্বাস্থ্য ঝুঁকি নয়
জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পাদুকা শিল্পের তৈরি সস্তা পণ্যের কল্যাণে বর্তমানে দেশে প্রত্যন্ততম জেলার স্বল্প-আয়ের মানুষও জুতা-স্যান্ডেল পড়তে পারছে।
তবে গ্রাম বাংলায় খালি পায়ে মানুষের চলাফেরার বেশি থাকার ঘটনা খুব আগেরও কথা নয়। এমনকী ৮০’র দশকের শেষদিকেও খালি পায়ে হেঁটে স্কুলে যেত শিশুরা। বেশিরভাগ ক্ষেত্রে কেবল কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে হয়তো জুতা পরতেন প্রাপ্তবয়স্করা।
সেই পরিস্থিতি পাল্টেছে, বর্তমানে গ্রামীণ কোনো সড়কে কাউকে খালি পায়ে চলতে দেখাই বিরল ঘটনা। মানুষ এখন সাধ্যের মধ্যে জুতা কিনতে পারে। সব সময়ই তা হালফ্যাশনের চামড়ার জুতো হয়তো নয়, কিন্তু অন্তত এক জোড়া রাবার বা প্ল্যাস্টিকের তৈরি স্যান্ডেল বা স্লিপার কিনতে পারছে।