মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সাভারে এক মেম্বার প্রার্থীর ভাইকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বনগাঁও ইউনিয়ন থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, আসন্ন পাঁচ জানুয়ারি বনগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাতে ছয় নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আলাউদ্দিনের ভাই গিয়াস উদ্দিন আচরণ বিধি লঙ্ঘন করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে গিয়াস উদ্দিন পুলিশের উপর হামলা চালালে পুলিশ তাকে আটক করে। এসময় গিয়াস উদ্দিন পুলিশ সদস্যদের দেখে নেয়ার হুমকি দেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।