নুরু পাটোয়ারীহাটে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

রাসেদ বিল্লাহ চিশতিঃ নোয়াখালী সুধারামে নুরু পাটোয়ারীর হাটে অগ্নিকান্ডের ঘটনায় এক ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ মামুনুর রশিদ।

নুরু পাটোয়ারীর হাট বাজারের পশ্চিম গলিতে মেসার্স ওহী ট্রেডার্সে (শুক্রবার) সকাল ৮টার দিকে সকালে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে লোকজন স্বর চিৎকার দিতে থাকে। মুহুত্বের মধ্যে আগুন বেড়ে যেতে থাকলে স্থানীয় লোকজন প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানের সার, বীজ, কীটনাশক, মাছের খাদ্য, নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নুরু পাটোয়ারীর হাট বাজারের পশ্চিম গলিতে মেসার্স ওহী ট্রেডার্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯নং কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সুত্রপাত ঘটে। তবে স্থানীয় লোকজন এগিয়ে আসায় আশাপাশের দোকানগুলো রক্ষা পেয়েছে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ মামুনুর রশিদ বলেন, আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কি করবো, কিভাবে ঋণ শোধ করবো? আগুনে তার প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -