নেত্রকোণায় বন্যা দূর্গতদের মাঝে বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের ত্রাণ বিতরণ 

0
158
আব্দুর রহমান ঈশান, 
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোণার মদন ও খালিয়াজুড়ি উপজেলায় বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও নেত্রকোনা -৪ (মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি) আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা  বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী।
আজ শুক্রবার সকালে মদন উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদের বন্যা আশ্রয়ন কেন্দ্রে শতাধিক বন্যা কবলিত মানুষকে ত্রাণ বিতরণ করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কেশব রঞ্জন সরকার, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সহ অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 পরে মমতাজ হোসেন চৌধুরী খালিয়াজুড়ি ও মদন উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় মানুষের কাছে এসব ত্রান সহায়তা পৌছে দেন।