
জেলা প্রতিনিধি | নেত্রকোনা |
প্রতীকী ছবি
নেত্রকোনায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিন দোকান। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ জুলাই) সকালে বারহাট্টা উপজেলার সাহতা বাজারে।
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মা টেলিকম, রাসেল ফার্মেসি ও মায়ের দোয়া বস্ত্র বিতান থেকে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। এর আগে তিনটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়।
মা টেলিকমের ব্যবসায়ী মুমিন মিয়া বলেন, তার দোকানে ঈদ উপলক্ষে প্রায় চার লাখ টাকার সামগ্রী মজুত ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে।
এছাড়া বাকি দোকানগুলো মিলিয়ে কমপক্ষে আরও ছয় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকরা পুরো বিবরণ জানিয়ে বারহাট্টা থানায় লিখিতভাবে জানিয়েছেন। বারহাট্টা থানা পুলিশ সরেজমিনে পরিদর্শন করেছে।
বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাইনুল হক কাসেম, বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুল হক, সাহতা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।