নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান আর নেই

 

 

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার বাসিন্দা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান (৭৯) বুধবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

 

মরহুমের একমাত্র সন্তান জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠে এবং সাড়ে ১১টায় সদর উপজেলার মেদনী গ্রামে মরহুমের দ্বিতীয় যানাজা শেষে পানিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

তার মৃত্যুতে জেলা আ’লীগের সাধারন সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, সদর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান মানিক গভীর শোক প্রকাশ করেছেন।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -