নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা 

ফজলে আলী তুহিন,স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী জেলার  চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নে রোগ ও অভাবে অতিষ্ঠ হয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি আত্নহত্যা করেছেন।
নিহত শহীদুল ইসলাম (৫৫) চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিরাজুল হকের ছেলে।
চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শহীদুল বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করত।  দীর্ঘদিন থেকে সে হাপানি রোগে ভুগছিলেন। ধারণা করা হয় হাপানিজনিত রোগে অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গাছের সাথে গলায় লুঙ্গি বেঁধে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কিন্তু স্থানীয় কারো কারো ধারণা অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন।
আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। উক্ত ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -