ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া থেকে আন্ত:জেলা ডাকাত দলের মূল দলনেতা ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আমানত উল্লাহ প্রকাশ বাছা ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ২২শে জুলাই রাত ০৯:২৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন ১৬নং কচুয়াই ইউপির ওলিরহাট বাজারের ওলিরহাট জামে মসজিদ সংলগ্ন একটি ডিপার্টমেন্টাল ষ্টোর এর সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৪টি ওয়ান শুটার গান এবং ০৩ রাউন্ড গুলি উদ্ধারসহ ০১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমানত উল্লাহ @বাছা ডাকাত (৩৮), পিতা- সৈয়দ ফকির, সাং-কচুয়াই, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রামকে বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বহুদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার পটিয়া থানায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সর্বমোট ১০ টি মামলা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।