পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল ইউনিট সমূহের কর্মী সভা।

0
45

 

পটুয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার হল ইউনিট সমূহের সমন্বিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ হারুন, উপ-কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ সাফিন, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক এস. এম. রাকিবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান তারেক।
সভায় বিভিন্ন হলের প্রতিনিধিরা তাদের সমস্যাসমূহ তুলে ধরে হল কমিটিতে যোগ্য নেতৃত্ব আনার দাবি জানান। অতিথিগন এসব সমস্য সমাধান করতে নতুন কমিটি গঠনের আশ্বাস দেন।