
রবিউল হাসান,চট্টগ্রামঃ
চট্টগ্রাম শহর টু বোয়ালখালী উপজেলার মানুষের যাতায়াতের প্রধান পথ কালুরঘাট সেতু।
ব্রিটিশ নির্মিত শতবর্ষী এই সেতুটি বর্তমানে অচলপ্রায়।দীর্ঘ দিন ধরে বোয়ালখালীর প্রয়াত সাংসদ মঈনুদ্দিন খান বাদল চেষ্টা করলেও তার জীবদ্দশায় তা দেখে যেতে পারেননি।
খুব শীঘ্রই পদ্মা সেতুর আদলে নির্মাণ করা হবে বোয়ালখালী কালুরঘাট সেতু। উপরে চলবে গাড়ি,নিচে চলবে ট্রেন।
৭৮০ মিটারের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৩৪১ কোটি টাকা। বুধবার (৬ জুন) সকাল ১১টার দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবিতে কালুরঘাট রেল কাম সড়ক সেতুর অগ্রগতি নিয়ে বৈঠকে নতুন সেতুর প্রস্তাবিত নকশা ও আনুষঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, টেন্ডার শেষ করতে ৭-৮ মাস লাগবে। আগামী আগস্ট মাসে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। এ বছরেই সমস্ত টেন্ডার জটিলতা শেষ হবে। চেষ্টা করছি এবছর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করার। পদ্মা সেতুর আদলে এ সেতু নির্মিত হবে। ওপরে গাড়ি চলবে, নিচে ট্রেন। মোট তিনটি লাইন থাকবে। এ সেতুর সমস্ত ব্যয় বহন করবে কোরিয়ান সরকার। তিনি জানান, এখন যে সেতু রয়েছে সেখান থেকে হালদার উজানের দিকে ৭০ মিটার দূরে নতুন সেতুটি নির্মিত হবে। এছাড়াও একটি সংযোগ সড়ক নির্মিত হবে, সেটি করবে রোডস অ্যান্ড হাইওয়ে। কোরিয়ার রাষ্ট্রায়ত্ত এক্সিম ব্যাংকের নিয়োগকৃত প্রতিষ্ঠান ইওসিন ইঞ্জিনিয়ারিং করপোরেশন প্রাথমিক সমীক্ষা শেষে সেতু নির্মাণের স্থান, নকশা, ব্যয় ও নির্মাণকাল নিয়ে প্রাথমিক প্রস্তাবনা রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে।