
রবিউল হাসান তানজিম,চট্টগ্রামঃ
কোটা সংস্কার আন্দোলনেরই প্লাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন পাঁচলাইশ থানা কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি আমির হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক বিপ্লব উদ্দিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় ২৩ সদস্যের এ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।
উল্লেখ্য পাঁচলাইশ থানা শাখার সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জিদান ও সচিব মোঃ হাবীব মহানগর কমিটিতে দায়িত্ব পেলে দীর্ঘদিন ধরে পদদ্বয় শূন্য থাকে।
নবগঠিত কমিটিতে আহবায়কের দায়িত্ব পেয়েছেন মোঃ এনায় উল্লাহ জিসান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মুত্তালিব।
এছাড়াও ১নং যুগ্ম আহ্বায়ক এর দায়িত্বে আছেন মোঃ তাওহিদুল ইসলাম এবং ১নং যুগ্ম সদস্য সচিব এর দায়িত্বে আছেন মোঃ সোহেল রানা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ও মহানগর সভাপতি আমির হোসেন জুয়েল স্বাধীন নিউজকে বলেন, মুক্তিযুদ্ধের যে মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদার কথা বলেন, এটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। স্বাধীনতার ৫০ বছরে, যেখানে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে পরিচিত হবে, সেখানে বিদেশি কর্তৃক মানবাধিকার লঙ্ঘনে আমরা নিষেধাজ্ঞা পাই। পৃথিবীতে বিভিন্ন গণতান্ত্রিক দেশ নিয়ে সম্মেলন হয়, সেসব গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।
নবগঠিত কমিটির আহবায়ক এনায়েত উল্লাহ জিসান আশাবাদ ব্যক্ত করে বলেন, চট্টগ্রাম মহানগরে পাঁচলাইশ থানাকে শক্তিশালী ইউনিট হিসেবে রুপ দিতে কাজ করে যাবে নবগঠিত কমিটি। তারুণ্যের নতুন ধারার বাংলাদেশ বিনির্মানে অগ্রনি ভূমিকা পালন করবে ছাত্র অধিকার পরিষদ এবং সেই যাত্রায় পাঁচলাইশ থানা শাখা সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে।