রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামিরপুর গ্রামে পদ্মানদীর চরে গরু চড়াতে গিয়ে নিজের গরুর শিং এর ধাক্কায় এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
মৃত্যু ব্যক্তি শাহামীরপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত কাজাই মন্ডলের ছেলে মোঃ শাহাদাৎ মন্ডল (সাহাই)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
প্রতিবেশী নাজমুল ইসলাম বলেন, প্রতিদিনের মতোই সকালে খাবার খেয়ে পদ্মা নদীর চরে গরু চরাতে যায়। তার একটি গরু তাকে শিং দিয়ে ধাক্কা দেয় পরে তার হাতে থাকা লাঠি দিয়ে গরুটাকে আঘাত করে। গরুটি আরো ক্ষিপ্ত হয়ে তাকে শিং দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করতে থাকে। এক পর্যায়ে পেটে, বুকে এবং মুখের মধ্যে শিং দিয়ে আঘাত করে। অনেক রক্ত ঝরার কারণে লোকটি অনেক দুর্বল হয়ে পড়েন। পরে এলাকাবাসী ওখান থেকে উদ্ধার করে পাংশা সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।