
আলামিন হোসেন শাকির
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে নদী থেকে বালি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার ৫ জুলাই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চড়-আফরা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী।
অভিযুক্ত হলেন, কালুখালী উপজেলার চাদপুর গ্রামের রবি মন্ডলের ছেলে রাকিব মন্ডল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারা অমান্য করে অবৈধভাবে নদী হতে বালু উত্তোলনের সাথে জড়িত থাকা। শাস্তিঃ উক্ত আইনের ১৫(১) ধারায় একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।