Logo
শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

পাইন্যাপেল আপসাইড ডাউন কেক,

প্রতিবেদক
প্রকাশক
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১১:৪৬ পূর্বাহ্ণ

স্বাধীন নিউজ ডেস্ক।

অসাধারণ সুন্দর দেখতে পাইন্যাপেল আপসাইড ডাউন কেক খেতেও কিন্তু অনেক মজাদার। বাচ্চাদের টিফিনের জন্য এমনকি বিশেষ দিনে প্রিয়জনকে খুশি করতে সুন্দর এই কেকটি তৈরি করতে পারেন।

জেনে নিন রেসিপি-

উপকরণ: আনারসের টুকরো ৭ পিস গোল করে কাটা, মাখন ২ টেবিল চা চামচ, চেরি ৭ টি, ময়দা ১০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা চামচ, বেকিং সোডা আধা চা-চামচ, চিনি ১৫০ গ্রাম, ডিম ৪ টি, তেল ১০০ গ্রাম, আনারসের রস ৩ টেবিল চামচ, অল্প কিছু আনারস ছোট ছোট করে কেটে নিতে হবে।

প্রণালী: ওভেন ১৬০ ডিগ্রি তাপমাত্রায় প্রি-হিট করে রাখুন। একটি গোল কেক বেকিং টিনে মাখন মাখিয়ে এর উপরে ও চারপাশে চিনি গুঁড়ো ছড়িয়ে দিন। এবার আনারসের টুকরাগুলো গোল করে টিনে সাজিয়ে দিন প্রত্যেক টুকরার মাঝখানে ও চারপাশে চেরি সাজিয়ে দিন। এবার একটি পাত্রে ময়দা, ডিম, চিনি ও বেকিং পাউডার দিয়ে ভাল করে বিট করে নিন। বিট করা হয়ে গেলে এর সঙ্গে তেল আনারসের রস মিশিয়ে দিন।

এতে করে মিশ্রণটি একটু পাতলা হবে আর আনারসের ফ্লেভার ও আসবে। এবার এই মিশ্রণটি কেক টিনে ঢেলে দিন প্রি হিট ওভেনে ৪৫ মিনিট বেক করুন। এরপর কেক বের করে ঠাণ্ডা হতে দিন। এবার আস্তে আস্তে ছুরি দিয়ে কেকের চারপাশ ছাড়িয়ে একটা প্লেটে কেকটি সাবধানে উল্টে দিন।

সর্বশেষ - অপরাধ