পাটগ্রামে সাংবাদিক লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দীপু আহসান, লালমনিরহাটঃ
ভারত নিয়ন্ত্রিত লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন ‘তিনবিঘা করিডোর’ গেইটের পাশে সাংবাদিক দোহাকে বিজিবি কর্তৃক লাঞ্ছিত, বিজিবি সোর্সম্যান কর্তৃক হত্যাচেষ্টা ও বিজিবি কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায়, পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী, পাটগ্রাম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সাফিউল ইসলাম প্রধান, পাটগ্রাম ক্রাইম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরান হাবিব, পাটগ্রাম মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু,  সাংবাদিক আব্দুল মান্নান, এস আই সবুজ, মোমিন খান, আরিফুল হক আরিফ, এবি সিদ্দিক প্রমূখ।
উক্ত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ দহগ্রামে সাংবাদিক দোহাকে বিজিবি সোর্সম্যান নামে পরিচিত বাঘা ময়নুল,  সোর্সম্যান সুজন ও গরু ব্যবসায়ী সাহেব আলীসহ তাদের সিন্ডিকেট কর্তৃক হত্যাচেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের আহবান জানান। সেই সাথে বিজিবি কর্তৃক সাংবাদিককে লাঞ্ছিত ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য, এসময় সাংবাদিক নেতৃবৃন্দ আগামীতে সাংবাদিকের ওপর অন্যায়-অবিচারের বিরুদ্ধে একসাথে কাজ করার আহবান জানান।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -