Logo
মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

পানছড়িতে ভারতীয় বিভিন্ন প্রসাধনী জব্দ গ্রেফতার এক।

প্রতিবেদক
প্রকাশক
নভেম্বর ২২, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ

 

 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ

সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা বিভিন্ন প্রসাধনী জব্দ করেছে পানছড়ি থানা পুলিশ।

মঙ্গলবার (২২নভেম্বর ২০২২ইং) রাত সাড়ে আটটার দিকে পানছড়ি থানার উপ-পরির্দশক (এসআই) আবু নছর নিপু সংগীয় ফোর্স সহ বাজার নাইট এবং চেকপোস্ট ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার উপর দুদুকছড়া সীমান্তবর্তী এলাকা হইতে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় কসমেটিক মালামাল বহনকারী নম্বর বিহীন একটি সিএনজি খাগড়াছড়ির দিকে যাওয়ার সময় সিএনজি গাড়ি সহ চালক মোঃ জসিম উদ্দিন (৩৫)কে গ্রেফতার করা হয়

 

গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিন (৩৫) পানছড়ি ইউনিয়নের মোল্লা পাড়া এলাকার মোঃ কোরবান আলীর ছেলে।

 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় টুথপেষ্ট ৯৪৪ টিউব,ইদুর মারার ওষুধ ১২০ টিউব, হেয়ার অয়েল ৩৭২ পিচ,ফেইস ওয়াস ৪৩২ পিচ,কন্ডিশনার ৭৯ পিচ,পাউডার ৮০০ পিছ।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্যে সি এন জি সহ সর্বমোট – ১২৭৬৪০+৫০০০০০= ৬২৭৬৪০/ টাকা।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো:আনচারুল করিম জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনাক্রমে মামলা রুজু করা হইবে।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত