
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
পাহাড়ি জেলা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় কুল চাষের সমাহার।
এবং কুল বাগনের মাধ্যমে ধুর হচ্ছে যুবকের বেকারত্ব।
মহালছড়ির,মাইসছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পশ্চিম কায়াংঘাট এলাকায় বসবাসরত। বাবু দিবাকর চাকমার কুল বাগান ঘুরে জানা যায়।
তিনি ৪০শতক জমিতে মোট ২২০ টি কুল গাছ লাগিয়েছে।তার মোট খরচ ৪০ হাজার টাকা,ফলন ভালো হওয়াতে তিনি বলেন প্রতিটি গাছ থেকে ১০-১৫ কেজি কুল পাওয়া যাবে।
যদি বাজার দর ভালো হয় তাহলে তিনি লাভবান হবেন।
উপজেলা কৃষি কর্মকার্তা বলেন,পাহাড়ি জমি হওয়া সত্তেও সমতল ও হালকা উঁচু জমি গুলো তে কুলের ভালো ফলন দেখা যাচ্ছে।
তিনি আরো বলেন,যুবকেরা লেখাপড়া করে চাকরির চেষ্টার পাশা পাশি যদি প্রশিক্ষণ নিয়ে,কুল সহ বিভিন্ন মৌসুমি ফলের চাষে অগ্রসর হয় তাহলে তাদের বেকারত্ব ধুর হবে।