খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ি এলাকা
খাগড়াছড়ির রামগড়ে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউফিডিএফ কর্তৃক চাঁদার দাবিতে আবারও দুই পরিবহন শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে রামগড়ের দাঁতারামপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাভার্ডভ্যান চালক মো. মিন্টু ও তার হেলপারকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। মিন্টুর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়। হেলপারের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও বিজিবি জানায়, রবিবার গভীর রাতে রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছালে ইউপিডিএফের কালেক্টর ধীমান ত্রিপুরা এবং সজল ত্রিপুরার নেতৃত্বে ৭-৮ জন অস্ত্রধারী গাড়িটি গতিরোধ করে। তারা চালক ও হেলপারের কাছে চাঁদার টোকেন দেখতে চায়। টোকেন না থাকায় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মোটরসাইকেলে উঠিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। চট্ট মেট্রো ন-১১-৭৬৯৯ নম্বরের কাভার্ডভ্যানটি মানিকছড়িগামী সিপি ফিড মিল নামে একটি প্রতিষ্ঠানের পোল্ট্রি ফার্মের মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিল।
রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ এবং বিজিবি যৌথ অভিযান শুরু করেছে। বনবিথী এলাকা থেকে তিনটি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করা হয়। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত চলছে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর রবিবার খাগড়াছড়ির রামগড়ে একই দিনে দুটি গাড়ির চার পরিবহন শ্রমিককে অপহরণ করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ। পরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয় বলে দায়িত্বশীল সূত্রে জানা যায়।
স্বাধীন নিউজ কার্যালয় : : ঢাকা : ৯৫/৩ দক্ষিণ মাদারটেক,বাসাবো,সবুজবাগ, ঢাকা - ১২১৪ মোবাইলঃ +880 1813151853
চট্টগ্রাম : আগ্রাবাদ বড়পোল নিউমুরিং আ/এ বন্দর চট্টগ্রাম। মোবাইল নাম্বার 01814200066, 01871427770,
ই-মেইলঃ info@swadhinnews.com
© Swadhin News 2022