মহামারি করোনা ভাইরাসের কারণে এবার ও পাহাড়ে হচ্ছেনা পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব ঐতিহ্যবাহী বৈসাবী। ইতিমধ্যে সাংস্কৃতিক, সামাজিক সংগঠনগুলো উৎসব না করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ঘরে ঘরে পালন করা হবে দিনটি। গেল বছরও একই কারণে পাহাড়ে বৈসাবী উৎসবের আয়োজন ছিল না। বাংলা নববর্ষের পাশাপাশি পাহাড়ে ঐতিহ্যবাহী ‘বৈসাবী’ উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে পাহাড়ি- বাঙ্গালির মিলন মেলায় পরিণত হয়।