পিরোজপুর পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নবনির্বাচিত কমিটির শপথ ও পরিচিতি সভা

 

এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি পিরোজপুর জেলা শাখার (২০২২-২৪ দ্বি-বার্ষিক) নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুকবার সকালে জেলা চেম্বার অব কমার্স মিলনায়তনে বাপুস পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আঃ রাজ্জাক সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপুস এর পরিচালক আমিনুর রহমান, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাক ও নির্বাচন আপিল কমিটির চেয়ারম্যান গোলাম মাওলা নকীব প্রমূখ। নির্বাচন আপিল কমিটির চেয়ারম্যান গোলাম মাওলা নকীব সংগঠনের জেলা শাখার নব নির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। পরে নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ আঃ রাজ্জাক সেখকে সদস্যরা ফুলের শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় অন্যাদের মাঝে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ ফারুক শেখ, সহ-সভাপতি কাজল কুমার সরকার, কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

 

 

পিরোজপুর সংবাদদাতা।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -