
এস এম-নুর
পিরোজপুরে প্রতিনিধি:-
পিরোজপুরে কাতার রেড ক্রিসেন্ট এর সহযোগিতায় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা ইউনিট কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি।
পিরোজপুর জেলা ইউনিটের সেক্রেটারি এডভোকেট সৈয়দ শাহ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দীন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক, জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য এম এন খালিদ রবি, বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, ইউনিট লেভেল অফিসার ইকবাল মাসুদ, যুব প্রধান শুভদীপ শিকদার শুভসহ যুব ও কার্যকরী পরিষদের বিভিন্ন বিভাগের প্রধান, উপপ্রধান ও যুব সদস্য বৃন্দ।
এ দিন অসহায় মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।
পিরোজপুরে সংবাদদাতা