প্রধানমন্ত্রীর উপহার দুইশত গৃহহীন -ভূমিহীন পরিবার পেলো ঘরে চাবি সহ জমির দলিল।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ৭টি ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র, বিধবা, প্রতিবন্ধিদের মাঝে জমিসহ দুইশত, ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

মুজিববর্ষের প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার (২১জুলাই ২০২২ইং) সকালের দিকে ২৬ হাজার ২২৯টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধন এর পর মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, সুবিধা ভোগীদের মাঝে ঘরের চাবি সহ জমির দলিল হস্তান্তর করেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার ইন্সুপেক্টর তদন্ত মো:আমজাদ হোসেন, ,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মো:রুহুল আমিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা:মোআরিফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি ডা:রুপন চক্রবর্তী
মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিন,মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা, চেয়ারম্যান মো:রহমত উল্লাহ, চেয়ারম্যানন তফাজ্জল হোসেন, চেয়ারম্যান মো:আব্দুল গণি,চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার,চেয়ারম্যান মো:ইলিয়াস,প্রমুখ।

মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহমেদ বলেন, ৩য় পর্যায়ের (২য় ধাপে) মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা জমির দলিল সহ ঘরে চাবি হস্তান্তর করা হয়েছে ২০০টি পরিবারের মাঝে । এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ৪০টি, তাইন্দং ইউনিয়নে ২২টি, তবলছড়ি ২৭টি, বড়নাল ২১টি, গোমতী ২৩টি, বেলছড়ি ২৩টি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ২৭টি এবং আমতলী ইউনিয়নে ১৭টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের এ উপহার পেয়ে খুশি সুবিধা ভোগীরা। এবার দ্বিতীয় পর্যায়ে প্রতিটি গৃহ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম বলেন, অসহায় গরিব বিধবা প্রতিবন্ধি ভূমিহীন-গৃহহীনদের স্থায়ী একটি ঠিকানা করে দেওয়ার জন্য বঙ্গজননী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব বলেন,অসহায় ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাতিক্রমী উদ্যেগ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী অসহায় গৃহহীন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।

অনুষ্টানে, জনপ্রতিনিধি সাংবাদিক,সুশীল সমাজের নেতৃবৃন্দ,সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -