
শরীয়তপুর প্রতিনিধি
এবিএম জিয়াউল হক টিটু
শরীয়তপুর জেলায় নড়িয়া উপজেলাধীন ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে পাঠ্য বই তুলে দিলেন।
নড়িয়া উপজেলায় নড়িয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় দিয়ে অনুষ্ঠিত হয় বইয়ে বিতরণ।
নড়িয়া উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৩১ টি ও কেজি স্কুল বেসরকারি ৪৭ টি।
সর্বমোট ১৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ওয়ান থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক মোট ৫৫ হাজার ৮ শত ৯৫ টি বই বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান একে এম ইসমাইল হক ব্যাপারী,নড়িয়া পৌর মেয়র এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহা মোঃ ইকবাল মনসুর ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়, আল মুজাহিদ( দিপু) সহকারি উপজেলা শিক্ষা অফিসার, আরও উপস্থিত ছিলেন নড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাবিহা খানম এবং অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা।