
জসীম উদ্দিন জয়নাল, বিশেষ প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় সারা দেশে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসাবে ৪র্থ পর্যায়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ৭টি ইউনিয়ন ও পৌরসভার হতদরিদ্র, বিধবা,হিজলা, প্রতিবন্ধিদের মাঝে জমিসহ ১৫০পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২মার্চ ২০২৩ইং) সকালের দিকে জমিসহ ৩৯,হাজার ৩৬৫টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর হস্তান্তর উদ্বোধন এর পর মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নুসরাত ফাতেমা চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, সুবিধা ভোগীদের মাঝে ঘরের চাবি সহ জমির দলিল হস্তান্তর করেন।
এসময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো :খায়রুল আলম,মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো:ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্ররাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ন কবির পাটোয়ারী, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বড়নাল ইউপি চেয়ারম্যান মো:ইলিয়াস, আমতলী ইউপি চেয়ারম্যান মো: আব্দুল গণি , তাইন্দং ইউপি চেয়ারম্যান মো:পেয়ার আহমেদ মজুমদার, তবলছড়ি ইউপি চেয়ারম্যান মো:আবুল কাশেম ভূইঁয়া,বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো:রহমত উল্লাহ সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো:ইশতিয়াক আহমেদ বলেন, ৪র্থ পর্যায়ে মাটিরাঙ্গা উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ১৫০ পরিবারের কাছে জমির দলিল সহ গৃহ হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় ২৭টি, তাইন্দং ইউনিয়নে ২২টি, তবলছড়ি ১৯টি, বড়নাল ১৭টি, গোমতি ১৬টি, বেলছড়ি ১৯টি, মাটিরাঙ্গা সদর ইউনিয়নে ২১টি এবং আমতলী ইউনিয়নে ০৯টি পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়নের এ উপহার পেয়ে খুশি সুবিধা ভোগীরা। এবার ৪র্থ পর্যায়ে প্রতিটি গৃহ নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা।
মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষ ও গৃহহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নুসরাত ফাতেমা চৌধুরী বলেন,অসহায় ভূমিহীন-গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার লক্ষে মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনার একটি ব্যাতিক্রমী উদ্যেগ আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী অসহায় গৃহহীন মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।