ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
দক্ষিণ চট্টগ্রাম জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপজেলা হচ্ছে আনোয়ারা উপজেলা। সম্প্রতি আনোয়ারা উপজেলাধীন প্রস্তাবিত আনোয়ারা পৌরসভা গঠনের প্রশাসনিকভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত উক্ত আনোয়ারা পৌরসভায় পার্শ্ববর্তী ডুমুরিয়া এবং রুদুরা গ্রাম অর্থনৈতিক সামাজিক এবং সার্বিক বিবেচনায় খুবই গুরুত্ব বহন করে। কিন্তু উক্ত গ্রাম নতুন প্রস্তাবিত আনোয়ারা পৌরসভার এরিয়াদিন পার্শ্ববর্তী হওয়া সত্ত্বেও প্রস্তাবিত পৌরসভার অন্তর্ভুক্তিতে বাদ পড়ে যায় অদৃশ্য কারনে। তারই প্রেক্ষাপটে প্রস্তাবিত আনোয়ারা পৌরসভার সাথে ডুমুরিয়া, রুদুরা গ্রামের অন্তর্ভূক্তির লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।রোজ বৃহস্পতিবার( ২৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড় একটি স্বনামধন্য রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রুদুরা ওয়ার্ডের সাবেক মেম্বার সমাজসেবক মোঃনজির হোসেনের সভাপতিত্বে এবং অত্র ওয়ার্ডে কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ কাইয়ুমের সার্বিক পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় ডুমুরিয়া, রুদুরা গ্রামদ্বয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোঃ খোরশেদুল আলম, প্রফেসর মোঃ হাশেম, সরোয়ার হোসেন, শাহেদুল ইসলাম, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি সরোজ আহমেদ, সাংবাদিক মোজাম্মেল হক,আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন, আবু বকর প্রমুখ। সভায় বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলা একটি খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। উক্ত আনোয়ারায় প্রস্তাবিত আনোয়ারা পৌরসভা সাথে ডুমুরিয়া রুদুরা গ্রাম দ্বয়কে অন্তর্ভুক্তির জন্য জোরালো দাবি বক্তাকারের নিকট।প্রস্তাবিত আনোয়ারা পৌরসভায় ডুমুরিয়া,রুদুরা গ্রাম অন্তর্ভুক্তি এটি এলাকাবাসীর প্রানের দাবী। আমাদের গ্রামদ্বয়কে যেকোনো মূল্যে প্রস্তাবিত পৌরসভায় অন্তর্ভূক্তির লক্ষ্যে আমরা সচেষ্ট থাকব। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ডুমুরিয়া রুদুরা গ্রামদ্বয় প্রস্তাবিত আনোয়ারা উপজেলায় অন্তর্ভুক্তির ব্যাপারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর সাথে সাক্ষাৎ পূর্বক দাবি পেশ করা এবং প্রস্তাবিত আনোয়ারা পৌরসভার সাথে উল্লেখিত ডুমুরিয়া, রদুরা গ্রামের অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নে সকলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহনে ঐক্যমত পোষণ করেন।