প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে এনালগ ময়লার ভাগাড়

0
40

মোঃ তৌকির উদ্দিন আনিছ স্বাধীন নিউজ চট্টগ্রাম। 

উন্নয়ন হচ্ছে বাংলাদেশে। ব্রীজ, কালবার্ড ফ্লাইওভার, সেতু নির্মিত হয়ে এগিয়ে যাচ্ছে দেশ। এগুচ্ছে বানিজ্যিক রাজধানী চট্টগ্রামও। তবে ১৫ বছরেও উন্নতি হয়নি চসিকের ২৪ নং ওয়ার্ডের এই স্থানটি। চিত্রটি বানিজ্যিক নগরীর বানিজ্যিক এলাকা আগ্রাবাদ হাজী পাড়ার। এক ময়লার ভাগাড় কেড়ে নিয়েছে সকলের সুখ শান্তি। তিন তিনটি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের একেবারে পাশেই স্থান পেয়েছে এই ময়লার ভাড়াড়টি। ২৪ নং ওয়ার্ডের যত ময়লা আছে, সব এনে স্তুপ করে রাখা হয় এখানে।ফলে কোমলমতি শিশুদের ময়লার উপর দিয়ে নাক চেপে যেতে হয় স্কুলে। তিন স্কুল মিলে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। রীতিমতো শিক্ষার্থীদের বিষফোড়া হয়ে দাড়িয়েছে ময়লার ভাগাড়টি। শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তা ছাড়িয়ে নোংরা দূর্গন্ধ প্রবেশ করে ক্লাসরুমে ফলে অধিকাংশ সময়ই আলো বাতাসহীন ক্লাস করতে হয় তাদের। প্রতিনিয়ত পরিবেশ দূষিত হয়ে ডায়রিয়াসহ নানান রোগে আক্রান্ত হচ্ছে তারা। শুধুই কি স্কুল? নগরীর পশ্চিম আর উত্তর প্রান্তে থাকা নগরবাসীকেও অফিস আদালত যেতে পাড়ি দিতে হয় এই পথ। হাজী পাড়ার কথা না হয় বাদই দিলাম। রয়ে রয়ে সয়ে গেছেন তারা। আগ্রাবাদের প্রধান গেইট বলা যেতে পারে এই স্থানটি। আর এমন স্থানেই সুপ্রতিষ্ঠিত এই ময়লার আড়ত। বহু অভিযোগ আর সংবাদ প্রকাশের পরেও এক চুল পরিমান জায়গা থেকে সরেনি এটি। স্থানীয়রা বলছেন, নাগরিক হয়েও নগর সুবিধা থেকে বঞ্চিত তারা। অন্যদিকে টিএন্ডটি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে চসিক বরাবর অভিযোগ করা হয়েছিল তবে সেটি দিন ক্ষন পেরিয়ে তিন মাস পেরিয়ে গেলেও কোন সুরাহা হয়না। অপরদিকে জনপ্রতিনিধিরা পারছেন না সদুত্তর দিতে। স্থানীয় কাউন্সিল বলছেন, দীর্ঘদিনের সমস্যা একদিনেতো আর সুরাহা সম্ভব না। আমরা রাস্তার অপর পাশে বিকল্প ব্যবস্থা খুজছি।

আদৌ এমন যন্ত্রনা থেকে মুক্তি পাবে কিনা? এ নিয়ে শংকায় দিন কাটছে স্থানীয় এলাকাবাসীর।