
ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৩ পালন করা হয়েছে। আজ শনিবার বিকালে মির্জা আজম চত্বরে এই অভিযান পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব, ডাঃপ্রণয় কান্তি দাস।
ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্ন অভিযান ২০২৩ এর উদ্বোধন করেন বুলবুল জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা জনাব, আশরাফুল ইসলাম (বুলবুল)।
এ সময় প্রিয় মাতৃভূমি জামালপুরের সদস্যদের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করায় জন্য সিভিল সার্জন ধন্যবাদ সহ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে আরো উৎসাহ প্রদান করেন। সেই সাথে ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করান।
পরবর্তীতে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্ন অভিযানে মির্জা আজম চত্বরে জন সচেতনতামূলক লিফলেট বিতরণ করাসহ মশক নিধন স্প্রে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপের উপজেলার বিভিন্ন সেক্টরের সম্মানিত পরিচালক বৃন্দ।
প্রসঙ্গত প্রিয় মাতৃভূমি জামালপুর গ্রুপটি ১৪ অক্টোবর ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা সহ বিভিন্ন সময়ে রক্তদান কর্মসূচি পালন করে আসছে।।