
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম,অতিরিক্ত সচিব, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর নেতৃত্বে ১৭ জন বিসিএস (পররাষ্ট্র) ফরেন সার্ভিস একাডেমির সদস্য খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
বুধবার (২৮ ডিসেম্বর ২০২২ইং) সকাল ১১টার দিকে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির রেক্টর আসাদ আলম সিয়াম,অতিরিক্ত সচিব, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর নেতৃত্বে ১৭ জন বিসিএস (পররাষ্ট্র) ফরেন সার্ভিস একাডেমির সদস্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম পরিদর্শনে আসা ফরেন সার্ভিস একাডেমির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ফরেন সার্ভিস একাডেমীর প্রবেশনার অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।