
আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি
“বৈশ্বিক উষ্ণতা রোধের শপথ নিন
বৃক্ষ রোপনে অংশ নিন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ-সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের নির্দেশে নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রলীগের ব্যানারে নেত্রকোনা সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তী হওয়া নবীনদের মাঝে বনজ ফলদ ও ঔষধী বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । আজ সকাল বেলা ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই কার্যক্রম।
নেত্রকোণা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী সৈয়দ আল রাকিব বলে,নেত্রকোণা সরকারী কলেজ ছাত্রলীগ পরিবারে একটি ঐক্যবদ্ধ পরিবার আমরা ঈদ পূর্ববর্তী সময়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করি এবং আজকে সাধারণ শিক্ষার্থীদের বৃক্ষ বিতরণে উৎসাহী করার লক্ষে আজ বৃক্ষ উপহার দেই।
আমরা সরকারী কলেজ ছাত্রলীগ পরিবারের পক্ষে শিশির সরকার,বিদুর সাহা,মেহেদী হাসান রানা, স্পর্শ,আল-আমিন,আরিফ, ইয়াসিন শিশির,মেহেদী হাসান,আমিনুল ইসলাম ফয়সাল,ফরীদ, সাদী,জান্নাতুল,উদয়
লিঙ্কন সহ আরো অনেকেই নানাবিধ মানবিক সামাজিক কাজে আমাদেরকে সহযোগীতা করছে বলে জানায়।
এসম সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায় সাইফুল ইসলাম খান শুভ্র,
জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল হক আরিফ ফকির, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব হাসান শাওন সহ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সম্পা,পৌর ছাত্রলীগের গাজী হৃদয়,সদর উপজেলা ছাত্রলীগের সুলতান মাহমুদ শার্লী, রিশাদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলো