
ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
আজ ১৭ মার্চ ২০২৩, শুক্রবার প্রথম আলো জামালপুর বন্ধুসভার বন্ধুরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে লিটল ম্যাগ “কিংশুক” প্রকাশ করে।
গত ৩ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ঠিক এই দিনই জামালপুর বন্ধুসভার বন্ধুরা ‘কিংশুক’ নামের ভাঁজপত্র প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় এবার ৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ বেলা তিনটা ত্রিশ মিনিটের দিকে সরকারি আশেক মাহমুদ কলেজে বন্ধুরা ‘কিংশুক’ এর দ্বিতীয় সংখ্যা লিটল ম্যাগ এর মোড়ক উন্মোচন করে।
বন্ধুদের সৃজনশীল কাজের পসরা নিয়ে গতবারের ধারাবাহিকতায় এবারও প্রকাশিত হয়েছে জামালপুর বন্ধুসভার মুখপত্র ‘কিংশুক’।গতমাস ছিল ভাষার মাস। আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এর পর পরই আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব ক্ষণজন্মা ভাষাশহিদ, জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযোদ্ধাগণ এবং তাদের অবিসংবাদিত নেতাকে। তারপর আসবে দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে অপার আনন্দের উৎস মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই সব উপলক্ষকে স্মরণীয় উৎসবের বারতা নিয়ে প্রকাশিত হয়েছে ‘কিংশুক’।
এবারের লিটল ম্যাগ এর মোড়ক উন্মোচনের পর তা উপস্থিত বন্ধুদের মাঝে বিতরণ করা হয়।
এসময় বন্ধুদের মুখে ছিলো নতুন বই পাওয়ার মতো হাসি। পরে বন্ধুরা উক্ত লিটল ম্যাগে প্রকাশিত গল্প ও কবিতা পড়ে শুনান এবং লেখা ও সর্বপরি লিটল ম্যাগটির সম্পর্কে তাদের মতামত প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর বন্ধুসভার উপদেষ্টা নাজমুল হাসান ও মহসিন কাকন। সাবেক সভাপতি মোহাইমিনুল ইসলাম আকাশ, বর্তমান সভাপতি সিফাত আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক কাভী সেকান্দার আলম, সহ সাংগঠনিক সম্পাদক জাকারিয়া জাকি, প্রশিক্ষণ সম্পাদক
আসাদুজ্জামান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক তাহমিদ সাইফুল্লাহ, বইমেলা সম্পাদক রুবেল হাসান হিমু এবং বন্ধু তায়েবা, মৌসুমি, ফয়েজ, নাহিদ সহ আরও অনেকে।