
রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে “বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা” এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদ্বাড় আইডিয়াল স্কুলে আজ ২৫ জুলাই ২০২২, সোমবার সুষ্ঠুভাবে ক্যাম্পেইন সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ্।
ক্যাম্পেইনে প্রায় ২৫০ জনের অধিক স্কুল শিক্ষার্থীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
সারাদেশব্যাপী সংগঠনের ১৪ তম ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। একই সাথে রক্তদান সম্পর্কে সবাইকে সচেতন করার জন্য চন্ডিদ্বাড় উচ্চ বিদ্যালয় স্কুল শিক্ষার্থীদের মাঝে ১০০০ লিফলেট বিতরন করা হয়।