
নিজস্ব প্রতিনিধিঃ
সাখাওয়াত হোসাইন
সিলেট সহ সুনামগঞ্জ ছাতক বিভিন্ন জেলা মানুষ যখন পানি বন্দী হয়ে বিপদে তখনি বিভিন্ন মানবিক সংগঠন তাদের পাশে দাড়িয়েছেন।
বন্যায় কবলিত মানুষের জন্য খাদ্যে সামগ্রী সহ ওষুধ পোশাক সহ সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন ফ্রি মোশন নামে বিখ্যাত ফিরজ আহমেদ চট্রগ্রামের সকলের পরিচিত ফারাজ করিম চৌধুরী মাওলানা হাসান আজহারী মুস্তফা আজহারী সহ অনেকই।
তাদের মাঝে মানবিক সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্রগ্রাম থেকে ও সামগ্রী নিয়ে কয় একবার মানুষের পাশে দাঁড়িয়েছে।
তার ধারাবাহিক চাঁদপুর এর মানবিক কয় একটি সংগঠন সিলেট বানবাসির পাশে ছিলেন তাদের মধ্যে উল্লেখ যোগ্য সংগঠন ‘মানবতার জন্য জীবন’
মানবতার জন্য জিবন সংগঠন এর সকল কর্মীদের প্রচেষ্টা সিলেট সুনামগঞ্জ দূর্গম এলাকায় যাদের অবস্থা খুবই করুন যাদের বেশির ভাগ ঘর বাড়ি পানিতে তলিয়ে গেছে সেই সব এলাকার পুরুষ দের জন্য ৩০০পিচ লুঙ্গি এবং মা বোনদের জন্য ৩০০পিচ কাপড় এবং কোমল মতি শিশুদের জন্য ২০০পিচ ছেলে মেয়েদের পোশাক এর ব্যবস্থা করেন।
সাথে কিছু মুল্যবান ওষুধ ও শুকনো খাবার তাদের মাঝে পৌছে দেন। এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সব সময় থাকার প্রতিস্রুতি দিয়ে আসেন
এই সংগঠন এর বেশির ভাগ কর্মী বেকার হওয়ার কারনে তারা নিজেরা সহ কিছু ব্যবসায়ীক ও প্রবাসী ভাইদের থেকে টাকা কালেকশন করে তারা এই সকল সামগ্রী নিয়ে সিলেট বাসির পাশে দাঁড়ায়