
স্বাধীন নিউজ ডেস্ক!
শীতের শহর ছেড়ে মুম্বই পাড়ি! বলিউডে ডাক পেলেন? ফাঁস করলেন তৃণা
দিন কয়েক আগের কথা। কলকাতা থেকে মুম্বই উড়ে গিয়েছিলেন তৃণা সাহা। বিমানবন্দরে লিখেছিলেন, ‘তোমার সঙ্গে দেখা হচ্ছে, মুম্বই।’ শীতের শহর ছেড়ে আচমকা মুম্বই যাত্রা কেন? তৃণার ইনস্টাগ্রামে পোস্টে যদিও সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে হ্যাশট্যাগে তিনি ‘ওয়ার্ক কল’ লেখেন।
অর্থাত্ নিছক কাজের জন্যই শহর ছেড়েছিলেন পর্দার গুনগুন।
তবে কি বলিউড থেকে ডাক পেয়ে আরব সাগরীর তীরে পাড়ি? প্রশ্ন শুনেই হেসে উঠলেন তৃণা। নিউজ18 বাংলাকে তিনি বললেন, “না, বলিউড থেকে কোনও ডাক পাইনি। একটি বিজ্ঞাপন সংক্রান্ত কাজের জন্য গিয়েছিলাম।”
ধারাবাহিক থেকে ওটিটি, বড় পর্দা- সব ক্ষেত্রেই তৃণার অবাধ বিচরণ। আর কয়েক দিনের অপেক্ষা।
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে তৃণার নতুন ধারাবাহিকের শ্যুট। ‘খড়কুটো’র পর ফের কৌশিক রায়ের সঙ্গে পর্দায় দেখা যাবে তাঁকে। সঙ্গে থাকছেন ইন্দ্রাশিস রায়।