শরনখোলা থানা প্রতিনিধিঃ
বাগেরহাটের ধানসিঁড়ি কনফারেন্স রুমে ইউনিসেফের সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে সফলতার গল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। সফলতার গল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠানের প্রধান উপপাদ্য ছিল কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি। সফলতার গল্প লেখা ১ দিনের প্রশিক্ষন কর্মসুচিতে অংশ গ্রহন করেন বাগেরহাট জেলার ৭ উপজেলার ৩০ জন দি হাঙ্গার প্রজেক্টের স্বেচ্ছাসেবক।এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান,দি হাঙ্গার প্রজেক্টের কমিউনিকেশন অফিসার তনুজা কামাল, সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার,বাগেরহাট জেলা সমন্বয়কারী খালিদ হাসান, ইনফরমেশন সার্ভিস প্রোভাইডার রুপা আক্তার মিম। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীরা বলেন অনেক সুন্দর করে দি হাঙ্গার প্রজেক্টের প্রশিক্ষক এবং কর্মকর্তারা প্রশিক্ষন দিয়েছেন।