
মোঃ মেহেদী হাসান নিয়াজ:
বাগেরহাট জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট লিডার নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারি অধ্যাপক মোঃ জাকির হোসাইন রিয়াজ।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ কলেজ পর্যায়ে তিনি এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
অধ্যাপক জাকির হোসাইন রিয়াজ এর বাড়ি মোরেলগঞ্জ উপজেলায়। তিনি মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বাগেরহাট জেলা রোভার সম্পাদক এবং দি লাইসিয়াম একাডেমীর পরিচালক ও সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। মোরেলগঞ্জের বিভিন্ন সমাজিক সংগঠনের কার্যক্রমে তার সরব উপস্থিতি লক্ষ করা যায়।