বানারীপাড়া প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হয়েছেন সাবেক মেম্বর মো. আনোয়ার হোসেন। তিনি প্রার্থী হচ্ছেন এমন গুঞ্জনে তার বিরোধী প্রার্থীরা দিশেহারা হয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন কৌশল নিয়ে নির্বাচনী মাঠে তৎপর রয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে ওই এলাকায় অভিযোগের বিষয়ে জানতে গিয়ে এর সত্যতাও পাওয়া গেছে। জনপ্রিয় আনোয়ার হোসেন পুনরায় প্রার্থী হওয়ায় তার বিরোধী শিবিরে ভোটের হিসেবের ভয় কাজ করছে বলে নাম প্রকাশ না করার শর্তে অনেক ভোটাররা জানান। এছাড়াও গত নির্বাচনের মতো তাকে জোর করে সরিয়ে দিতে পারে এমন আশঙ্কায় তিনি নিজ বাসায় মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলেও স্থানীয় একটি বিশেষ সূত্র থেকে জানাগেছে।
তবে তার ওয়ার্ডের সাধারণ মানুষ আরও জানান আনোয়ার হোসেন যখন ইউপি সদস্য ছিলেন তখন তিনি ৬নং ওয়ার্ড থেকে সামাজিক ব্যধী রোধ করে নিজ এলাকাকে সুখি ও সম্মৃদ্ধ হিসেবে গড়ে তুলে সাধারণ মানুষের কছে আস্থার প্রতীকে পরিণত হয়েছিলেন। ইউনিয়ন পরিষদের সকল বরাদ্দ তিনি সুষম বন্টন করেছিলেন। বয়স্ক ভাতা সহ সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সকল সেবাসমূহ তিনি জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন। তার মেয়াদ কালে কোন দুর্নীতি ও অনিয়ম হয়নি বলেও জানান তারা। এবারও তিনি এ ওয়ার্ডকে দুর্নীতি, বাল্যবিবাহ, ইভটিজিং এবং মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। গত নির্বাচনে আনোয়ার হোসেনের ব্যপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও একটি চক্র তাকে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছিলো।
যে চক্রটি ৪র্থ ধাপের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়মীলীগ দলীয় প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলো। ঐ বিশেষ মহলের পক্ষ থেকে নানা ধরনের প্রলোভন ও হুমকি ধামকি দিয়ে তাকে এবারও নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেয়ার ব্যাপারে তৎপর রয়েছে। ওই ওয়ার্ডের সাধারণ মানুষ ও ভোটাররা মনে করেন আনোয়ার হোসেন এবারেও সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন। তাকে নিয়ে ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে সরেজমিনে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিনি বিজয়ী হয়ে দেশব্যাপী যে উন্নয়নের মহাযজ্ঞ চলছে তা তার নিজ গ্রাম নরোত্তমপুরে ছড়িয়ে দিতে পারবেন বলেও এলাকাবাসীর ধারণা রয়েছে। আনোয়ার হোসেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ও বানারীপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। ইতোমধ্যেই তার এর প্রার্থীতা বৈধ বলে ঘোষনা করা হয়েছে।
মো. সুজন মোল্লা
বানারীপাড়া প্রতিনিধি