হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১.৫ হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি’র দিক-নির্দেশনায় বিথঙ্গল পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির, এএসআই টিপু মিত্র সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১৫নং পৈলারকান্দি ইউপি’র অন্তর্গত পৈলারকান্দি গ্রামে পাঁচ ঘন্টা তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে টেটা, ফিকল, রামদা, ঢাল, ছুরফি, লাঠিসহ অন্যান্য অস্ত্র।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, আসন্ন ইউপি নির্বাচনকে নির্বিঘ্ন এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে এসব অভিযান অব্যাহত থাকবে।