
মোঃ তৌকির উদ্দিন আনিছ,স্বাধীন নিউজ চট্টগ্রাম।
স্বপ্নতো অনেকেই দেখেন তবে তা পূরণ করতে পারেন ক’জন? বা পারলেও অনেকে করেন স্ত্রীর। কেউবা আবার স্বপ্ন পূরণ করেন প্রেমিকার। তবে না! এবার বলছি ভিন্নধর্মী এক গল্প। বাবার স্বপ্ন পূরণ করেছেন এক ছেলে তাও আবার আল্লাহর ঘর মসজিদ বানিয়ে। জীবিত নয় মৃত বাবার স্বপ্ন পূরণ করতেই এমন সুন্দর মসজিদ বানিয়েছেন তিনি।
বলছিলাম হাজী এজাহার শরীফ জামে মসজিদটির কথা। এই মসজিদটি নির্মান করেছেন এজাহার শরীফের ছেলে আজীম শরীফ টিটু। মৃত বাবার একমাত্র ইচ্ছাটি পূরণ করে গর্বিত তিনি। গতকাল বুধবার বাদ এশা এই মসজিদটি শুভ উদ্ভোধন করা হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে দেশবরেণ্য বহু ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।
অপরূপ দৃশ্যের মনোমুগ্ধকর মসজিদের অন্তরালে এমন কারুকাজ দেখে যে কারো মনে হবে, হয়তো কোন শিল্পী আপন হাতে তার নিপুণ কৌশলে মসজিদটি গড়েছিলেন।
স্রষ্টার ঘড় এই মসজিদের মধ্যে প্রবেশ করলেই এক নিমিষেই মন কাড়বে সবার। চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন সাগরের পাড় আনন্দ বাজার। আর এই বাজারের চান্দার পাড়া কবরস্থান নামক এলাকায় হাজী এজাহার শরীফ জামে মসজিদটি অবস্থিত।
বছর দশেক আগে ৯২ সালে এক গন্ডা জমির উপর আজীম শরীফের বাবা এই মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও শুধুমাত্র পূনাঙ্গ মসজিদ নির্মানের স্নপ্নই ছিল সেটি।
তবে এখন মসজিদ হয়েছে তাও আবার সুবিশাল ২ গন্ডা জমির উপর। কিন্তু বেচে নেই আজীম শরীফের বাবা। বছরখানেক আগে কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। মসজিদটি নির্মান করতে প্রায় আশি লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান তিনি।
আমার বন্ধু এই মসজিদটি নির্মান করায় আমরা অনেক খুশি জানিয়ে বন্ধুরা বলেন
আমাদের এলাকায় আগে কোন মসজিদ ছিলো না। দূরে গিয়ে নামাজ পড়তে হতো জানিয়ে এলাকাবাসীরা জানান,
বাবা প্রতিটা সন্তানের জন্য নিসন্দেহে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অমূল্য সম্পদ আর তাই সন্তানরা ভালো রাখবে তাদের স্বপ্ন পূরণ করবে পিতামাতার, এমনটাই প্রত্যাশা করেন সচেতন মহল।