
ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি
গত শনিবার রাত ১০টার দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় বাহারাইন প্রবাসী মাসুদ মির্জা কে কুপিয়ে হত্যা করা হয়। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার হেলাল সিআইপি ও বাহারাইন প্রতিনিধি মোঃ ছায়েদুল হক ভূঁইয়া এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খুনিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহত মাসুদ দাঁতমারা ইউনিয়নের ফুলছড়ি বালুটিলার মৃত সাইদুর রহমানের ছেলে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য মোঃ ইউসুফ আলী ও প্রতিদ্বন্দ্বী আকতার হোসেনের পূর্ব শত্রুতা জের হিসাবে গত শুক্রবার রাতে মোটরসাইকেল সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। শনিবার রাতে মাসুদ তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে তাঁকে মাস্তান নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজকে বালুটিলা বাজারে খুনিদের ফাঁসির দাবিতে সর্বস্তরের জনগণ মানববন্ধন করেন।