বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনা শহরে মশাল মিছিল

নেত্রকোনা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নেত্রকোনা জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রনির নেতৃত্বে নেত্রকোনা শহরে মশাল মিছিল করেছে যুবদল।
আজ মঙ্গলবার সন্ধ্যায় শহরের তেরীবাজার মোর থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বারহাট্টা রোডে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা যুবদলের সহসভাপতি রফিকুল ইসলাম, সাবেক জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জিপু সহ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি। এসময় তিনি তারেক রহমানকে নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -