মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
১৬ ডিসেম্বর ২০২১ মহান বিজয় দিবসের প্রথম প্রহরে কুলাউড়া থানা পুলিশের পক্ষ থেকে কুলাউড়া স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন- অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল জনাব সাদেক কাউসার দস্তগীর, অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষণ রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আমিনুল ইসলামসহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ।