আব্দুর রহমান ঈশান
বিশেষ প্রতিনিধি
স্বাধীন নিউজ
বিজয় দিবস আন্তঃ জেলা সিতো – রিউ কারাতে প্রতিয়োগিতা ১০/১২/২০২১
জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় মোট ৮টি জেলা অংশগ্রহণ করে।ময়মনসিংহ,নেত্রকোনা,সিলেট,
রংপুর,সাতক্ষিরা,জয়পুরহাট,কুড়িগ্রাম, পাবনা জেলার ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
সেখানে সিনিয়র প্লেয়ার টিমে সোহানুর রহমান ভুবন সেখানে ১ম স্থান(গোল্ড)অর্জন করেছে। সে মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,নেত্রকোনা সরকারি কলেজে অর্নাস ১ম বর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যায়নরত।
তার জন্ম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার বাদশাগঞ্জ গ্রামে।বর্তমানে সে নেত্রকোনা বসবাসরত।
নেত্রকোনা জেলার পক্ষে জয়পুর হাটে কারাতে খেলায় কুড়িগ্রাম,রংপুর,জয়পুরহাটের খেলোয়াড়দের সাথে কুমিতে(ফাইটে) ১ম স্থান অর্জন করেছে।