
বিশেষ প্রতিনিধি:-
বিজয় দিবস উপলক্ষে মরহুমা কদভানু বিবি ও আমির হোসেন মল্লিক স্মরণে বিনামূল্যে চক্ষু ক্যাম্প-২০২২ অনুষ্ঠিত হলো।
হোগলা পাশা ইউনিয়ন জনকল্যাণ সোসাইটি ,সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন বাগেরহাট, ব্লাড ব্যাংক বাগেরহাট এর সার্বিক সহযোগিতায় উক্ত চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯ টায় শুরু হয় রাত ৮ টা পর্যন্ত উক্ত চক্ষু ক্যাম্প চলে এবং সামাজিক সংগঠনের বহু স্বেচ্ছাসেবী এখানে রোগীদের দেখভালের দায়িত্বে ছিলেন,
চক্ষু ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
এ সময়
যারা উপস্থিত ছিলেনঃ অধ্যাপক ডাঃ এস.এম.আবুল হাসান,চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন,মোঃ আবদুল হামিদ মল্লিক,
সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, মোঃ আতাউর রহমান, মোঃ রেজাউল ইসলাম নান্না,মোঃ মিজানুর রহমান মিজান মোল্লা, মাওলানা মোঃ ইউসুফ আলী, মাওলানা মোঃ নজরুল ইসলাম,মাওলানা মোঃ জাহিদুল ইসলাম, মোঃ নাদিম রহমান বাবুল মেম্বার, মোঃ সেলিম শেখ, এডভোকেট মোঃ মিজানুর রহমান খোকন, মোঃ বাবুল হোসেন ঘরামী, মোঃ শাহিন শিকদার, মোঃ শফিকুল ইসলাম সোহেল, মোঃ মুহিববুল্লাহ ইমরান, মোঃ মিরাজ খন্দকার , সুব্রত কুমার হালদার ও রতন কুমার রাজিব প্রমূখ,
এলাকাবাসী ও আগত রোগীরা এই ক্যাম্প প্রতিনিয়ত চালু রাখার দাবি জানান। অত্র এলাকার চেয়ারম্যান জনাব ফরিদ উদ্দিন আহমেদ তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে তার হোগলাপাশা ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে এই সংগঠনদের উদ্যোগে চক্ষু ক্যাম্পের আয়োজন করার কথা ঘোষণা করেন।
নিজস্ব প্রতিবেদক