
স্বাধীন নিউজ ডেস্ক!
মারাত্মক ঝড়, পরিচিতি তার ‘বম্ব সাইক্লোন’ নামে! বিপুল ক্ষতির আশঙ্কা, চলবে ধ্বংসলীলা
আবহাওয়াবিদেরা বলছেন, এ রীতিমতো সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া এক ঝড়।
একই সঙ্গে বিপুল পরিমাণ বৃষ্টি ও তুষারপাত বয়ে আনতে পারে স্থলভাগে। আর তাতেই কার্যত ভেঙে পড়তে পারে জীবন।
আবহাওয়াবিদেরা বলছেন, একই সঙ্গে অ্যাটমোস্ফিয়ারিক রিভার ও বম্ব সাইক্লোনের জোড়া ফলা তছনছ করতে পারে জীবনযাত্রা।
কয়েকদিন আগেই রেকর্ড ভেঙে তুষারপাতে শয়ে-শয়ে মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে, অনেকের মৃত্যু হয়েছে। এ বার সেই আমেরিকাতেই আতঙ্ক।
আবহাওয়াবিদদের মতে রেকর্ড ভাঙা বম্ব সাইক্লোন এ বার আছড়ে পড়তে পারে ক্যালিফোর্নিয়ার উপকূল বে-এরিয়া অংশে। এর আগে এমন ঝড়ের প্রকোপ এ দেশ দেখেনি বলেই মনে করছেন অনেকে।
প্রশান্ত মহাসাগরের উপর থেকে জলীয় বাস্প সংগ্রহ করে সেই বাস্প স্থলভাগের দিকে বয়ে নিয়ে যেতে পারে এই ঝড়। আর তাতেই বিপুল বৃষ্টির মুখে পড়তে পারে এই অংশ। হাওয়াই ও ক্যালিফোর্নিয়ায় ঝড়ের দাপটে বিপুল পরিমাণ বৃষ্টি হতে পারে।
অ্যাটমোস্ফিয়ারিক রিভার বলা হয় আশাকে জলীয় বাস্পের এক বিপুল নদীসম প্রবাহকে, যেগুলি পাহাড়ে গিয়ে ধাক্কা খায়, সেগুলি উপর দিকে উঠে যায়, তাতে বিপুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়।