
স্পোর্টস ডেস্ক: আগামী ২১ নভেম্বর ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপ রোমাঞ্চে বছর শেষে ডুব দেবে ফুটবল দুনিয়া।
এদিকে বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় ৫ মাস বাকি। বিশ্বকাপ নিয়ে অংশগ্রহণকারী দলগুলোর প্রস্তুতি শুরু হয়েছে আগে থেকেই। তবে সবচেয়ে বেশি দর্শক ফেবারিট আর্জেন্টিনা অনেক আগেই প্রকাশ করলো তাদের বিশ্বকাপের জার্সি।
মূলত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নয়, তাদের জার্সি স্পন্সর, স্পোর্টস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসই প্রকাশ করেছে আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি। কাতার বিশ্বকাপে লিওনেল মেসিরা তাদের সেই ঐতিহ্যবাহী আকাশী নীল-সাদা জার্সি পরেই খেলতে নামবে। অ্যাডিডাস শুধুমাত্র আর্জেন্টিনার হোম জার্সিই প্রকাশ করেছে, অ্যাওয়ে জার্সি নয়।
জার্সির কলার কালো রঙয়ের এবং কলার থেকে দুই পাশে কাঁধ পর্যন্ত তিনটি করে কালো স্ট্রাইপ দেয়া আছে। সঙ্গে গোল্ডেন ও নেভি ব্লু কালারের আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগো এবং অ্যাডিডাসের কালো রঙয়ের থ্রি স্ট্রাইপ লোগো শোভা পাচ্ছে জার্সির বুকের ওপর।