Logo
বুধবার , ১৩ জুলাই ২০২২ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আঞ্চলিক খবর
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইতিহাস ও ঐতিহ্য
  8. উন্নয়ণ
  9. করোনা
  10. কৃষিবার্তা
  11. ক্যাম্পাস বার্তা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গণমাধ্যম
  15. গল্প ও কবিতা

বিসিবি’ই জানে না এশিয়া কাপ হবে বাংলাদেশে

প্রতিবেদক
প্রকাশক
জুলাই ১৩, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক |

শ্রীলঙ্কার চলমান রাজনৈতিক পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এমন পরিস্থিতিতে যেখানে দেশটির মানুষের কোনো নিরাপত্তা নেই, সেখানে আর মাস দেড়েক পর কিভাবে একটি বহুজাতিক টুর্নামেন্ট- এশিয়া কাপের আয়োজন করা হবে?

এমন বাস্তবতার পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশই সবার চেয়ে এগিয়ে। মঙ্গলবার এমন খবরই প্রকাশ করেছিল কলকাতার বেশ কিছু নিউজ মিডিয়া।

সে সব নিউজে বলা হয়েছে, বাংলাদেশকে নাকি এশিয়া আয়োজনের ব্যপারে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে, যাদের নিয়ে আলোচনা, তারাই জানে না বাংলাদেশে এশিয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কি না।

ভারতীয় মিডিয়ার এই খবর অস্বীকার করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মিডিয়াকে জানিয়েছেন, এ ধরনের কোনো বার্তা তারা এসিসি’র কাছ থেকে পাননি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় যে এশিয়া কাপ হবে না তেমন কোনো খবর আমাদের জানা নেই। বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনের প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে যে ধরনের খবর ভারতীয় মিডিয়ায় এসেছে, তা সম্পর্কেও আমাদের জানা নেই। কারণ, এসিসির কাছ থেকে এমন কোনো বার্তাও আমরা পাইনি।’

বিসিবির এই কর্মকর্তার ধারণা, হয়তো পুরনো খবরকেই নতুন করে সামনে আনা হয়েছে। কেননা এশিয়া কাপ আয়োজনের জন্য এর আগে বিসিবির পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল; কিন্তু সব আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কাতেই এবারের আসর আয়োজনের জন্য চূড়ান্ত করা হয়েছে।

আবার শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি যতই খারাপ হোক, এরই মধ্যে সেখানে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের সফর সফলভাবে শেষ করেছে। আবার পাকিস্তান ক্রিকেট দলও সেখানে অবস্থান করছে এবং এই পরিস্থিতির মধ্যে ক্রিকেট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু তাই নয়, ভারতীয় নারী ক্রিকেট দলও সফর করছে সেখানে। সুতরাং, বোঝাই যাচ্ছে- রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলেও তার কোনো আঁচ দেশটির ক্রিকেটে পড়েনি।

তবুও, দেশটির পরিস্থিতি যদি দিন দিন খারাপ হতে থাকে, কোনো ধরনের ক্রিকেটই সেখানে আয়োজন সম্ভব না হয় এবং ভারতীয় দল যদি সেখানে যেতে অনীহা প্রকাশ করে, তখন এসিসি বিকল্প ভাবনা ভাবতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশই সম্ভাব্য বিকল্প হতে পারে। এর আগে ২০১২ থেকে ২০১৬ টানা তিনটি এশিয়া কাপের আয়োজন করেছিল বাংলাদেশ।

সর্বশেষ - বাংলাদেশ