
বিনিত দাস মৌলভীবাজার জেলা প্রতিনিধি।
সিলেট বিয়ানীবাজার উপজেলায়
নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে অনুষ্ঠিত হয়।
শিক্ষত মা সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল এই প্রতিপাদ্য নিয়ে অদ্য
২৩/১১/২০২১ ইং রোজ সোমবার বিযানীবাজার উপজেলাধীন উলুউরী গ্রামে অবস্হিত নন্দকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের অনুষ্ঠিত হয়।
বিদ্যলয়ের সভাপতি বাবু যীশুদেব দাসের সভাপতিত্বে প্রাধান শিক্ষক (ভা.প্রা.)
মিন্টু কান্ত দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দাতা সদস্য বাবু অনিরূদ্ধ দাস,অভিভাবক সদস্য ফারজানা বেগম,ছালাউদ্দিন,ফারজানা বেগম,শিরিন বেগম সহ এলাকার শিক্ষার্থীদের মা ও অভিভাবক বৃন্দ।
সভায় শিক্ষার গুণগত মান নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং সকল শিক্ষার্থী যাতে বিদ্যলয়ে নিয়মিত আসে সে বিষয়ে আলোচনা হয়।