বেড়ীবাঁধের কাজে ব্যবহার হচ্ছে ভেকুকল, কর্তন হচ্ছে নদীর চরের গাছ গাছ।

মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কৈখালী ইউনিয়নের কাটামারী বেড়ীবাঁধ সংস্কার কাজে ব্যবহার হচ্ছে ভেকুকল। নষ্ট হচ্ছে  হাজার হাজার বড় ও চারা গাছ   এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়  । জানা গেছে কৈখালী  ইউনিয়নের কাটামারী বেড়ীবাঁধ সংস্কার কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। ঘটনাস্থলে এসে দেখা গেলো বেড়ীবাঁধ শ্লোবের গোড়ার মাটি কেটে রাস্তার উপরে দিয়ে যাচ্ছে । তাহলে কয়দিন বা থাকবে বেড়ীবাঁধ।
বৃষ্টি শুরু হলে নেমে যাবে বেড়ীবাঁধ নষ্ট হবে লক্ষ লক্ষ টাকা এলাকাবাসীর কাছে ঠিকাদারের নাম জানতে চাইলে বলেন আমরা ঠিকাদারকে চিনিনা এখানে কাজের দায়িত্বে আছে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সোমশের  আলী তারা আরোও বলেন রাস্তার গোড়া থেকে মাটি নিয়ে রাস্তার উপরে দিলে কয়েক দিন বা থাকবে। তাদের কাছে গাছ কর্তনের বিষয় জানতে চাইলে বলেন ভেকুর সামনে ছোট বড় গাছ পড়লে সেটা কর্তন করে ফেলছে এবং নদীর চরে অনেক ছোট্ট বড় বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করে মাটির ভিতরে চাপা দিচ্ছে। দর্শক একজন জনপ্রতিনিধি বলে, তার প্রভাব খাটিয়ে হাজার হাজার গাছ কর্তন করে বেড়ীবাঁধ সংস্কার কাজ অব্যহত রেখেছে।
এবিষয়ে,কৈখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শমসের আলমের সাথে কথা হলে বলেন, সাতক্ষীরার রফিক ঠিকাদারের হতেই কাজ নিয়ে, আমি নিজেই ভেকু গাড়ী দিয়ে ১১০০ ফুট অথবা ১১ চেইন কৈখালীর কাটামারী গ্রামে কাজ করতেছি এবং প্রয়োজনীয় গাছ কাটতেছি।সরেজমিনে গিয়ে দেখা যায় ওয়াবদা বেড়িবাঁধের ওপর প্রয়োজনীয় মাটি বেড়িবাঁধের খুব কাছ হতে কেটে কাজ করা হচ্ছে উল্লেখিত নিয়ম অনুযায়ী বেড়িবাঁধের ঢালের সাইট হতে সর্বনিম্ন  ১০ ফুট রেখে মাটি কাটার নিয়ম।
সল্প খরচ ও অধিক লাভবানের আশায় লেবার না লাগিয়ে ভেকু গাড়ী দিয়ে অপ্রয়োজনীয় কাছ কেটে ভয়ংকর বিপদের মুখে ঠেলে দিচ্ছে কৈখালীকে।
এ ঘটনায় কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এসও তন্ময় হালাদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এই ওয়েবসাইটের সকল লেখার দায়ভার লেখকের নিজের, স্বাধীন নিউজ কতৃপক্ষ প্রকাশিত লেখার দায়ভার বহন করে না।
এই বিভাগের আরও খবর
- Advertisment -

সর্বাধিক পঠিত

- Advertisment -