
ফারিয়াজ ফাহিম
স্বাধীন নিউজ, জামালপুর প্রতিনিধি।
জামালপুরে অধিকার এখানে, এখনই প্রকল্পের
ব্র্যাকের উদ্যোগে আন্তর্জাতিক মাসিক স্বাস্থ্য পরিচর্যা দিবস পালিত হয়েছে। রোববার দুপুরে বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ে হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী পরিবার কল্যান কর্মকর্তা তাজমিরা হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন বানিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি জামার পাশা।
কৈশোর বান্ধব যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার । অনুষ্ঠানে সঞ্চালয়না করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ।